Header Ads

করোনার জের, ১৫ ই মে অবধি বন্ধ রাখা হবে কলকাতা হাইকোর্ট

নজরবন্দি ব্যুরো: করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে লকডাউন। ১৫ই মে অবধি বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট। আদালতে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে অনলাইনে।৩মে পর লকডাউন বাড়বে কিনা তা এখনও নিশ্চিত নয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণানের নির্দেশে, হাইকোর্টের তরফের রেজিস্ট্রার জেনারেল রাই চ্যাটার্জী এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ ই মে অবধি বন্ধ থাকবে আদালত। আগামী ২৮ ও ৩০ এপ্রিল ও ৪,৭, ১২ এবং ১৫ তারিখ আদালতে অনলাইনের মাধ্যমে দুটি করে ডিভিশন বেঞ্চ ও তিনটি সিঙ্গেল বেঞ্চ অনলাইনে মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।
লকডাউনে কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সে কাজ হচ্ছিল। মঙ্গলবার হাইকোর্টের স্পেশাল আদালতের কারণে ৩০০ জনের ভিড় হয়, এরপর পরিস্থিতির গুরুত্ব বুঝে বন্ধ করে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট। অন্যদিকে আলিপুর কোর্টের যে গাড়িতে অফিসারদের আনা-নেওয়া করা হয় সেই গাড়ির ড্রাইভার এর মা করোনা আক্রান্ত। এই খবর আসার পর ২৯ তারিখ ঘোষণা করা হয় আলিপুর কোর্ট বন্ধ করে দেওয়ার। ওই গাড়িতে যারা যাতায়াত করেছে তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইন এ যাওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার আতঙ্ক ছড়িয়েছে কলকাতা হাইকোর্ট চত্বরেও।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.