Header Ads

এবার বাঁকুড়া মেডিক্যালেই হবে করোনা পরীক্ষা!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে রাজ্যে আক্রান্ত হলেন ৩৩ জন। গতকাল অর্থাৎ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫৫০ জন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, রাজ্যে করোনায় নতুন করে আর কারও মৃত্যু হয়নি। এইরকম সময়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।


এবার থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে কোভিড–১৯–‌ এর পরীক্ষার কাজ শুরু হবে। যদিও তার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ার কাজ চলছে দ্রুত গতিতে। বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ ডা.‌ পার্থপ্রতিম প্রধান বুধবার জানান, ল্যাবরেটরি গড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মে মাসের মাঝামাঝি থেকে বাঁকুড়া মেডিক্যালেই কোভিড–১৯–‌এর পরীক্ষার কাজ শুরু হয়ে যাবে। তিনি জানান, এখন নমুনা পরীক্ষার জন্য যেতে হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। ফলে ফলাফল জানার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে চিকিৎসকদের চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যাচ্ছে। বাঁকুড়া মেডিক্যালে পরিকাঠামো গড়ে উঠলে সেই সমস্যা আর থাকবে না। একই দিনে তাঁরা ৬০টি নমুনা পরীক্ষা করতে পারবেন। তিনি আরও বলেন, ‌লকডাউন উঠে যাওয়ার পর ফিভার ওয়ার্ডে যে সব রোগী ভর্তি হবেন, তাঁদের বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত কোভিড–১৯ পরীক্ষার প্রয়োজন হবে। তাই এই পরীক্ষাকেন্দ্রটি গড়ে উঠলে চিকিৎসাক্ষেত্রে তাঁদের বিশেষ সুবিধা হবে। ‌

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.