ঋষি কাপুরের মৃত্যুতে কাপুর পরিবারের বার্তা ফ্যানদের উদ্দেশ্যে
নজরবন্দি ব্যুরোঃ ২০২০ সালটি সত্যি অভিশপ্ত পরপর দুটি নক্ষত্র কে হারাল বলিউড।মাত্র ৬৭ বছর বয়সে তিনি চলে গেলেন। চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।বুধবার রাতে ও শ্বাসকষ্টের জন্য মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার সাথে হাসপাতালে ছিলেন তার স্ত্রী নিতু সিং এবং দাদা রণধীর কাপুর। আজ সকাল ৯টা নাগাত তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কাপুর পরিবার থেকে সবার উদ্দেশে এক বার্তা দেওয়া হয় এই বার্তায় লেখা হয় 'প্রিয় ঋষি কাপুর আজ আর নেই । বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ।
প্রায় দু'বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর। চিকিত্সকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন । তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন । গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে । তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি । তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম । দেশ এখন বিপর্যয়ে । করোনার প্রকোপে । রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় । তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান । তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা । এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।'
Loading...
কোন মন্তব্য নেই