Header Ads

অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী; তবুও বাস চালাতে নারাজ বেসরকারি সংগঠনগুলি

নজরবন্দি ব্যুরো: গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সোমবার থেকে রাজ্যের গ্রীন জোনে বাস চলবে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বাসে মাত্র ২০ জন যাত্রী উঠতে পারবেন। বাস সংগঠনগুলির দাবি, মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো তাঁদের পক্ষে সম্ভব নয়। একটি বাস চালাতে যে টাকা খরচ পড়ে তাতে ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে গেলে ক্ষতির বহর অনেকটাই বেড়ে যাবে।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, " ২০ জন যাত্রী নিয়ে গাড়ি চালালে আমাদের ক্ষতি অনেকটাই বাড়বে। এভাবে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। বাসের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরণের ট্যাক্স, কর্মীদের বেতন ও জ্বালানি খরচ নিয়ে একটি বাসের পিছনে বিপুল খরচ হয়। তাই মাত্র ২০ জন যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। দিনের শেষে খরচ তুলতে না পারলে বাস চালিয়ে কোনও লাভ নেই।"
গোটা দেশে করোনা সংক্রমণের প্রথম থেকেই কমছিল গণ পরিবহণের সংখ্যা। রাস্তায় যাত্রী অমিল থাকায় ধীরে ধীরে বাসের সংখ্যা কমে যাচ্ছিল। জনতা কারফিউর দিন থেকে বাস চলাচল পুরপুরি বন্ধ হয়ে যায়। লকডাউন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাস্তায় আর বাস নামেনি। বাস চলাচল না করায় ক্ষতি হয়েছে বাস মালিকদের। সমস্যায় পড়েছেন বাস কর্মীরা। এই অবস্থায় ফাঁকা বাস চালানো ব্যবসার পক্ষে লাভজনক নয় বলে মত বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.