Header Ads

র‍্যাপিড টেস্ট কিট নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়ে অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানালেন রাহুল গান্ধী

নজরবন্দি ব্যুরোঃ করোনার র‍্যাপিড টেস্ট কিট বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চিন থেকে আসা র‍্যাপিড টেস্ট কিট ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চকে কিনতে হচ্ছে চড়া দামে। তাও আবার প্রায় দামের চেয়ে দেড় গুন বেশী দামে। সম্প্রতি প্রকাশিত এই খবরকে হাতিয়ার করে এবার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশ্ন তুলে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল। অসাধু ব্যবসায়ীরা এই ভয়াবহ পরিস্থিতিতেও মানুষের কথা না ভেবে মুনাফা লুটতে ব্যস্ত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
 সূত্রের খবর চিনা র‍্যাপিড টেস্ট কিটের একমাত্র যে সংস্থা সরবরাহ করে তারা আসল দামের দেড়গুন দামে বিক্রি করা হচ্ছে আইসিএমআরকে। সেই চিনা টেস্ট আমদানি করা হচ্ছে ২৪৫ টাকায়। কিন্তু সেগুলি ৬০০টাকায় বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যেই সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করে অন্য এক সংস্থা। এর প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট জানায় চিনা র‍্যাপিড টেস্ট কিট ৪০০ টাকার বেশী দামে বিক্রি করা যাবে না। রাহুল গান্ধীও সংস্থাটির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার টুইট করে তিনি লেখেন "দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য আমরা লজ্জিত।" অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি আবার দোষারোপ করে সরাসরি মোদী-অমিত শা'কেই কটাক্ষ করেছেন। 'গুজরাটি বেনিয়াদের বুদ্ধিতে এসব হচ্ছে' বলেই উল্লেখ করেন মহুয়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.