করোনা পরীক্ষার জন্য চিনা টেস্ট কিটের বরাত বাতিল করলো সরকার
নজরবন্দি ব্যুরোঃ চিনের সংস্থার থেকে যে পরীক্ষার কিট কেনার বরাত দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে ভারত। এখনও পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি, ফলে এক টাকাও অপচয় হবে না বলে সোমবার জানাল কেন্দ্র সরকার।সরকারের তরফে জানানো হয়েছে, ভারতে পাঠানো টেস্ট কিটগুলি চিনের দুটি কোম্পনাই গুয়াংঝু ওয়ান্ডফো বায়োটেক ও ঝুঝাই লিভঝন ডায়াগনস্টিক্স তৈরি করে। এই কিটগুলিতে গাফিলতি রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
আইসএমআর-এর তরফে সব রাজ্য ও হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এই দুটি কোম্পানির তৈরি টেস্ট কিট ব্যবহার না করতে। আইএমসিআর-এর তরফে বলা হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্যগুলিকে ব়্যাপিড টেস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ রাখতে বলা হল আইসিএমআর-এর তরফে। আর এরপর সবদিক খতিয়ে দেখে এদিন সব রাজ্যগুলিকে কোভিড-১৯-এর ব়্যাপিড টেস্ট কিট ফেরাতে বলল কেন্দ্র।
Loading...
কোন মন্তব্য নেই