Header Ads

ফের করোনায় আক্রান্ত ট্রপিক্যাল মেডিসিনের দুই আয়া

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ফের দুজন করোনায় আক্রান্ত হলেন। আগেই কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের তিন কর্মীর দেহে মারণ ভাইরাস করোনার জীবাণু পাওয়া গিয়েছিল। এবার সেই ট্রপিক্যালের দুই আয়া করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই তাঁদেরকে এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজ চলছে।
তাঁদের সংস্পর্শে আসা নার্স ও স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই দুই আয়া রোগীদের জন্য বাজার করার দায়িত্বে ছিলেন। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে এই কাজই করতেন তাঁরা। কয়েকদিন আগে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। এরপর রবিবার রিপোর্ট আসে। রিপোর্টে তাঁদের করোনা পজেটিভ মেলে। এরপরই দুজনকে বাঙ্গুর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.