Header Ads

সাত দিনে দ্বিগুণের বেশি আক্রান্ত রাজ্যে; অশনি সংকেত!

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৮ হাজার ২৪০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭২০ জন, মৃত্যু হয়েছে ৮৮৭ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৬৩৩ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, কার্যত উজাড় হয়ে যাছে বলিউডের রাজ্য।
 অন্যদিকে  পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫০৪,  মৃত্যুর বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২০ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৯ জন।
আজ পর্যন্ত মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১২ হাজার ৪৩ টি। মুখ্যসচিবেরই দেওয়া তথ্য অনুয়ায়ী, ঠিক সাত দিন আগে, গত সোমবার রাজ্যে করোনা অ্যাকটিভের সংখ্যা ছিল ২৪৫ আজ সেটা ৫০৪, অর্থাৎ ৭ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। উল্লেখ্য টেস্টের গতি বাড়লেও অন্য রাজ্যের তুলনায় টেস্টের ব্যাপারে পিছিয়ে রয়েছে রাজ্য আর টেস্টের নিরিখে আক্রান্তের সংখ্যা বেশ ভাল; যা একপ্রকার অশনি সংকেত।
উল্লেখযোগ্য ভাবে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন হাজারের কাছাকাছি টেস্ট করছে রাজ্য; যা অতন্ত গুরুত্বপূর্ণ। করোনা পজিটিভ রোগীর মধ্যে এখন পর্যন্ত রাজ্যে মৃত ৫৯ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ২০ জন। বাকি ৩৯ জনের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যসচিব জানান ৩৯ জন মৃতের রিপোর্ট আসার পর নতুন আপডেট এখনও আসেনি সরকারের হাতে, এলেই তা জানানো হবে।
রাজ্যের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত
৫০৪ জন চিকিৎসাধীন।
 ১০৯ জন সুস্থ
 ২০ জন সরাসরি করোনা ভাইরাসের কারনে মৃত
৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর কারন অন্য।
 অর্থাৎ সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ৬৭২ জন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.