ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে দের রেশন সহ অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দিলেন ভাইজান!
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য নিজের পানভেলের বাগান বাড়িতে আটকে পরেছেন বলিউড এর অভিনেতা সলমন খান।নিজের পরিবারের অর্ধেক সদস্য ও তার দুই বান্ধবী ইউলিয়া, জ্যাকলিন রয়েছেন তার ওই বাগান বাড়িতে।পানভেলের বাগান বাড়িতে থাকাকালীন পানভেলের স্থানীয় দুস্থ লোকজনদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সলমন।পানভেলের দুস্থ মানুষরা পেট ভরানোর জন্য এগিয়ে এসেছেন ভাইজান।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস শেয়ার করেন সলমন।
একটি সংস্থাকে ধন্যবাদ জানান ভাইজান।পানভেলের দুস্থ মানুষের জন্য দুবার মুগির মাংস এবং ডিম দিয়ে সাহায্য করেছিল এই সংস্থা। সেই কারণে সংস্থাটিকে ধন্যবাদ জানান সলমন।অন্যদিকে ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীব, টেকনিশিয়ান,স্পটবয়দের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।শুটিং বন্ধ থাকার জন্য তাদের দুবেলা অন্ন সংস্থানই হচ্ছিল না।ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরেদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠিয়ে, রেশনের ব্যাবস্থাো করেছেন সলমন খান।
একটি সংস্থাকে ধন্যবাদ জানান ভাইজান।পানভেলের দুস্থ মানুষের জন্য দুবার মুগির মাংস এবং ডিম দিয়ে সাহায্য করেছিল এই সংস্থা। সেই কারণে সংস্থাটিকে ধন্যবাদ জানান সলমন।অন্যদিকে ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে কলাকুশলীব, টেকনিশিয়ান,স্পটবয়দের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।শুটিং বন্ধ থাকার জন্য তাদের দুবেলা অন্ন সংস্থানই হচ্ছিল না।ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরেদের প্রত্যেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠিয়ে, রেশনের ব্যাবস্থাো করেছেন সলমন খান।
Loading...
কোন মন্তব্য নেই