Header Ads

আগে সাধারণ জুতোতে নিজে লিখতেন অ্যাডিডাসের নাম, আর এখন 'অ্যাডিডাস' তাঁর নামের জুতো বানাচ্ছে!

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে এখন সবাই ঘর বন্দি। আর এই অবস্থায় সকলের খুব কাছের জিনিস ফোন। আর সোশ্যাল মিডিয়া। আর এইর মধ্যে দিয়েই আমার জানতে পারছি দেশের বিভিন্ন কৃতি মানুষদের বিখ্যাত হবার পেছনে সংগ্রামের পরিশ্রমের কাহিনী। এমন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে হিমা শোনালেন জীবনের সেই কঠিন দিনগুলোর কথা।
২০ বছর বয়সি বলেন, 'আমি যখন দৌড় শুরু করি, তখন খালি পায়েই দৌড়তাম। প্রথম বার জাতীয় প্রতিযোগিতায় নামার সময় বাবা স্পাইক দেওয়া জুতো কিনে এনেছিল। ওটা ছিল একেবারেই সাদামাটা দৌড়নোর জুতো। আমি তাতে নিজের হাতে 'অ্যাডিডাস' লিখেছিলাম। কপালে কী থাকে তা কি কেউ জানে। অ্যাডিডাস এখন নিজেই জুতো বানিয়ে তাতে আমার নাম লিখে দিচ্ছে।'
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.