ভুল পর্যবেক্ষণের মাশুল গুনছে এনআরএস। আরও ১৪ জনকে ডাক্তার ও নার্সকে কোয়ারেন্টাইন পাঠানো হল
নজরবন্দি ব্যুরো: ভুল চিকিৎসায় মাশুল গুনছে এনআরএস। এক রোগী ভর্তি হয়েছিল কিন্তু তাকে পর্যবেক্ষণে ভুল করায় অন্যান্যদের সাথে চিকিৎসা করা হয় কিন্তু রোগীর মৃত্যুর পর জানা যায় যে ওই রোগী করোনা আক্রান্ত ছিলেন। তারপরে ৬৫ জন ডাক্তার ও নার্স কে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়। প্রথম দফায় ২০জনের রিপোর্ট এখনো আসেনি। পুরুষ বিভাগ ও সিসিইউ'তে এখন রোগীর ভর্তি বন্ধ। পুরো বিভাগ স্যানিটাইজ করা হবে কারণ ওই বিভাগে আরো দুইজনের শরীরে করোনা পাওয়া গেছে তাদের বেলেঘাটা আইডিতে পাঠানো হয়েছে।
শনিবার যে রোগীর মৃত্যু হয় তিনি হিমোফিলিয়ার রোগী ছিলেন তিনি বিভাগে ভর্তি হন তারপর তার চিকিৎসা চলাকালীন শরীরে পড়না পজেটিভ আছে কিনা তা জানতে পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর রিপোর্টে জানা যায় পজিটিভ। তারপরেই তৎপর হয়ে ওঠে স্বাস্থ্য দপ্তর ৬৫ জন চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়। তারপরে আরও ১৪ জনকে সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জন। অন্যদিকে কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা আধিকারিক ৪ এপ্রিল কলকাতার বউবাজারের এক বাসিন্দা তার লালারসে পরীক্ষার পর রিপোর্ট নিয়ে আসেন ডাক্তারের কাছে এবং ওই রিপোর্ট থেকে জানতে পারেন বউবাজারের ভদ্রলোক করোনা পজিটিভ। এই শোনার পর স্বাস্থ্য দপ্তর তৎপর হয়ে উপদেষ্টাকে গৃহ পর্যবেক্ষণে পাঠিয়েছেন।

No comments