Header Ads

দেশে আক্রান্ত বেড়ে ৪৭৮৯; আক্রান্ত ২৩ দিনের শিশু! #BreakingNews

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণে। এই ভাইরাসকে বাগে আনতে ব্যর্থ গোটা পৃথিবী। এই ভাইরাসের প্রভাব পড়েছে আমাদের দেশ ভারতেও। প্রতিদিন শুধুই বেড়ে চলেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। এদিন তেলেঙ্গানা রাজ্যে ২৩ দিনের এক শিশুর মধ্যে পাওয়া গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে গুজরাটে ১৪ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের প্রকোপে।
শেষ খবর অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮৯, পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশজুড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৪ জনের। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন।
অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা, ১৩ লক্ষ ৯০ হাজার ১১ জন, মৃত্যু হয়েছে ৭৯,০৯১ জনের এবং সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৬৬৬ জন।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতের পুরুষদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর প্রবণতা বেশি এখন পর্যন্ত যতজন মারা গেছেন তাঁর ৭৩%ই পুরুষ। আর ২৭% মহিলা। বয়সের দিক থেকে দেখতে গেলে ৬০ বছরের বেশি বয়স্ক মানুষের মৃত্যুহার সবথেকে বেশি।৬০ বছরের বেশি বয়সের মানুষের মৃত্যু হার ৬৩% ৪০-৬০ বছর বয়সীদের মৃত্যুহার ৩০% এবং ৪০ বছর বয়সীদের নিচের মানুষদের মৃত্যুহার ৭%।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.