সোশ্যাল মিডিয়াতে ঝড় নেটিজেনদের, বর্জন করতে হবে টিকটক সহ অন্যান্য চিনা দ্রব্য।
নজরবন্দি ব্যুরো: করোনার মতন ভাইরাসের উৎস চীন থেকে। এবং এই ভাইরাসের সংক্রমণ গোটা বিশ্বে বেড়েই চলেছে। ছাড়েনি ভারতকেও। আর এই কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চিনের বিরুদ্ধে আক্রমণও বেড়ে চলেছে। বয়কট করতে বলা হচ্ছে চীনা দ্রব্য তার মধ্যে জনপ্রিয় বিখ্যাত অ্যাপ টিকটকও বাদ যায়নি। বিশ্বের প্রায় ২০০ টি দেশ এই ভাইরাসের থাবায়। থমকে গিয়েছে বিশ্ব। মৃত্যুর মিছিল বেড়েই চলছে দেশে দেশে। এই জেড়ে চীনের প্রতি বিদ্বেষ মূলক মন্তব্য প্রকাশ্যে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
নেটিজেনরা এই টিকটক অ্যাপটি বয়কটের ডাক দিয়েছে।বয়কট করতে বলছে হ্যাশট্যাগ গুলিকে। ৮০০ মিলিয়ন ইউজার রয়েছে বিশ্বজুড়ে। তার মধ্যে অর্ধেক ইউজার ভারতের। অনেকেই এই টিকটককে রোজগারের মাধ্যম করে তুলেছে। এবার তারাও বিপদের দোরগোড়ায়। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে আছে চিনা দ্রব্য। ফোন থেকে শুরু করে খেলনা। করোনার জন্য হুজুক শুরু হয়েছে এই চিনা দ্রব্য বর্জনের। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রচার শুরু হয়েছে।

No comments