Header Ads

অনাহারে রয়েছে ২৫ অনাথ আদিবাসী পড়ুয়া; পাশে দাঁড়ানোর আবেদন আইনজীবী ফিরদৌস সামিমের।

নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন জায়গায় গিয়ে গান গেয়ে ভিক্ষা করে টাকা উপার্জন করে দিন চালাত সিধু কানু মিশন। কিন্তু বর্তমানে লকডাউন এর ফলে চরম সংকটে পড়েছেন তারা। সিধু কানু মিশন সাঁওতাল অনাথ শিশুদের দু'মুঠো খাবার তুলে দিতে পারছে না এই পরিস্থিতিতে।পুরুলিয়া জেলার আড়ষা ব্লকের অন্তর্গত ভালিডুংরি নামক জায়গায় পাহাড়ের নিচে অবস্থিত এই সিধু কানু মিশন। এই মিশনটি পুরুলিয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। মিশনটি প্রতিষ্ঠা হয় ২০১৪ সালে।তবে এই মিশন কোন রকমের সরকারি সাহায্য পায় না।একজন সমাজ প্রেমী মানুষ নরেন হাঁসদা এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। সাঁওতাল অনাথ শিশুদের পড়াশোনা করানোর জন্য। বর্তমানে এই আশ্রমে ১২০ জন ছেলেমেয়ে পড়াশোনা করেন।তবেই লকডাউন এর জন্য সিধু কানু মিশন এর অবস্থা খুবই সংকটজনক।ভিক্ষা করে টাকা উপার্জন করে মিশিন চালানো হতো কিন্তু বর্তমানে লকডাউন এর জন্য তা বন্ধ। ২৫ জন শিশু বর্তমানে আবাসিকে রয়েছেন তাদের বাবা-মা নেই বলে তারা মিশনেই রয়েছেন।এই মিশনের প্রতিষ্ঠাতা নরেন হাঁসদা বলেছেন, ছেলেমেয়েদের মা-বাবা নেই, জানিনা আমি তাদেরকে কতদিন খাওয়াতে পারব ? টাকা উপার্জনের সমস্ত পথ বন্ধ। তিনি আবেদন করেছেন এই অনাথ শিশুদের দুবেলা খাবার তুলে দেয়ার জন্য কোন সংস্থা যদি তাদের সাহায্য করে তাহলে তারা খুব উপকৃত হবেন।
যোগাযোগ  9547062965
ব্যাংক একাউন্ট- purulia dharti Marsal society, SBI Bank, purulia, account number-37328725490, IFSC-SBIN0000160.
উল্লেখ্য ইতিমধ্যেই এই মিশনের পাশে দাঁড়িয়েছেন কলকাতার বিখ্যাত আইনজীবী ফিরদৌস সামিম এবং তাঁর চিকিৎসক স্ত্রী। আইনজীবী ফিরদৌস সামিম সমাজের সর্বস্তরের মানুষদের ওই মিশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.