Header Ads

করোনা নিয়ে ভুল খবর ছড়ানো হচ্ছে, নাম না করে বিরোধী দলের আই টি সেল কে তোপ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে একটি রাজনৈতিক দলের আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। করোনা মোকাবিলায় রাজ্যে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড তৈরি করার ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পজেটিভ কেসের সংখ্যা ৬১। তারমধ্যে ৫৫ জনই ৭টি পরিবারের। তেহট্টে এক পরিবারের ৫ জন, এগরায় ১২ জন, হাওড়ায় ৮ জন, কম্যান্ড হাসপাতালে চিকিত্সজক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত। এরকমভাবেই ৭টি পরিবার থেকেই ৫৫ জন করোনায় আক্রান্ত।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৩ জন। তিনি আজ ওই সাংবাদিক সম্মেলনে বলেন কিছু রাজনৈতিক দলের আইটি সেল এই ভুয়ো খবর ছড়াচ্ছে, কাঁসর ঘণ্টা নিয়ে পথে নেমে ভুল বোঝানো হচ্ছে।"কেন্দ্রের তথ্য নিয়ে কখনও চ্যালেঞ্জ করিনি। কারণ এখন রাজনৈতিক চ্যালেঞ্জের সময় নয়। তিনি রাজ্য বাসীকে বেশ কিছু পরিসংখ্যান দেন। যেমন তিনি বলেন রাজ্যে করোনা আক্রান্তের ৯৯ শতাংশের সঙ্গে বিদেশি যোগ রয়েছে। বেলেঘাটা আইডি ও এসএসকেএম দারুণ কাজ করছে।রাজ্যে ওষুধের কোনও অভাব নেই।রাজ্য সরকার ১১ লক্ষ পিপিই অর্ডার দিয়েছে, আমাদের কাছে আছে ২ লক্ষের বেশি পিপিই ।গতকাল মাত্র ৩ হাজার পিপিই কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। রাজ্য ৫ লক্ষ এন-৯৫ মাস্ক চেয়েছিল, কেন্দ্র দিয়েছে মাত্র ১০ হাজার আমাদের কাছে মাত্র ৪০টি কিট ছিল, তাই নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৩০১।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.