করোনা পরবর্তী রাজ্য অর্থনীতিকে চাঙ্গা করতে মমতার হাত ধরলেন নোবেলজয়ী অভিজিত্
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের উপদেষ্টা পর্ষদের (গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড) নেতৃত্বে নোবেলজয়ী অভিজিত্ বিনায়ক ব্যানার্জি। করোনা মোকাবিলায় এই বোর্ড গঠনের সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতি থেকে রাজ্য়ের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে 'গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল' তৈরি করা হচ্ছে। রাজ্যের অর্থনীতির হাল ফেরাতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করবে এই বোর্ড।অর্থনীতিবিদ ড. অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে। বিশ্বে ছড়িয়ে থাকা কৃতী বাঙালিদের আহ্বান জানানো হবে এই বোর্ডে যোগদানের জন্য।
বোর্ডের সদস্যদের সঙ্গে কো-অর্ডিনেট করবেন ড. অভিজিত্ চৌধুরী ও ড. সুকুমার মুখোপাধ্যায়।অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গড়িয়াহাটের বাড়ি গিয়ে মা-কে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। এবছরের গোড়ার দিকে দেশে ফিরে নিজের কাজকর্ম সারার পর অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পা রাখেন। সংক্ষিপ্ত সফরের মাঝেই এক বিকেলে মাকে সঙ্গে নিয়ে তিনি নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেদিনই মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়ে আসেন, রাজ্যের যে কোনও সমস্যায় তাঁকে পাশে পাবে সরকার।
বোর্ডের সদস্যদের সঙ্গে কো-অর্ডিনেট করবেন ড. অভিজিত্ চৌধুরী ও ড. সুকুমার মুখোপাধ্যায়।অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গড়িয়াহাটের বাড়ি গিয়ে মা-কে শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন। এবছরের গোড়ার দিকে দেশে ফিরে নিজের কাজকর্ম সারার পর অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে পা রাখেন। সংক্ষিপ্ত সফরের মাঝেই এক বিকেলে মাকে সঙ্গে নিয়ে তিনি নবান্নে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেদিনই মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়ে আসেন, রাজ্যের যে কোনও সমস্যায় তাঁকে পাশে পাবে সরকার।

No comments