করোনার জের, এক বছরের জন্য বেতন কমছে সাংসদ,মন্ত্রীদের
নজরবন্দি ব্যুরো: আগেই ঘোষণা হয়েছিল করোনার জন্য তৈরি ত্রান তহবিলে অনুদান দিতে হবে। মোদি সরকার সিদ্ধান্ত নিলেন সমস্ত সংসদ মন্ত্রীদের মাসিক বেতন থেকে ৩০ শতাংশ কম করার। এই ভিত্তিতে একটি অর্ডিন্যাস জারি করা হলো সোমবার।
এক বছরের জন্য বেতন কমেছে।এই টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলে যাবে। শুধু মাসিক বেতন কমবে তা না মাসিক ভাতা এবং পেনশন কমবে। এতবড়ো দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মন্ত্রী-সাংসদরা। ১লা এপ্রিল ২০২০ কার্যকর হয়েছে।

No comments