অসংগঠিত ক্ষেত্রে সুখবর দিয়ে লকডাউনের সময়সীমা বাড়াতে পারে কেন্দ্র! বাড়ছে জল্পনা৷
অরুনাভ সেনঃ ভারতে করোনা ভাইরাস থামার লক্ষন দেখা যাচ্ছে না,বরং আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে-লাফিয়ে৷গতকালের তুলনায় সংখ্যাটা আরও বেড়ে গেল৷কাল দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৮৩ জন৷আজ করোনায় আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়াল,বাড়ছে মৃত্যুর মিছিল৷এই মুহুর্তে ভারতে মৃত মানুষের সংখ্যা ১০৯ ৷
আজ বেলা ১২টায় করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলছে৷অর্থাৎ খুব পরিস্কার
বোঝাই যাচ্ছে ভালমত, করোনার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধ ঘোষনা করতে প্রধামনমন্ত্রী নিশ্চিতভাবে হয়ত আরও বড় পদক্ষেপ নিতে পারেন৷
দুই প্রাক্তন রাষ্ট্রপতি,প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন৷আগামী ৮এপ্রিল সর্বদল বৈঠক৷বোধহয় সেখানে তিনি সব দলকে করোনা পরিস্থিতির শেষ আপডেট নিয়ে আলোচনায় অংশ নেবেন,তেমনই হয়ত আরও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারেন৷অনেকেই বলছেন ১৪৪এর কথা সেটি সম্ভবত হবে না!কারন সেখানে অনেকটাই সমস্যা আছে৷তবে অর্থনৈতিক এমাজেন্সির কিছু সিদ্ধান্ত হয়ত সরকার এবার নেবে! কারন করোনায় যেভাবে মৃত্যুর মিছিল বাড়ছে সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে লকডাউনের সময়সীমা হয়ত আর একটু বাড়ার৷অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের পেট ভর্তি খাবার পৌঁছে দেওয়াই হয়ে উঠবে সরকারের আশু কর্তব্য৷হয়ত বাড়বে আরও সরকারি বিনিয়োগ৷কিন্তু সংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য কিছু বিধিনিষেধের কথা সরকার বলতে পারে৷কেন্দ্রীয় সরকার বারবার বলেছে ফেক নিউজ যেন প্রচারিত না হয়৷আমরা শুধুমাত্র কিছু সম্ভাবনার কথা বলছি,এটা মোটেই খবর নয়৷যতক্ষন পর্যন্ত প্রধানমন্ত্রী বা সরকারি স্তর থেকে কোনও ঘোষনা না করা হচ্ছে ততক্ষন সেটি নিউজ হিসেবে বিবেচিত হতে পারেনা৷
তবে যেভাবে ভারতে মৃত্যুমিছিল বাড়ছে,যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক চলছে,মনে হয় আরও বড় ঘোষনার সম্ভাব্য সম্ভাবনার দরজাটা তৈরি হচ্ছে৷চিত্রটা আরও পরিস্কার হবে ৮এপ্রিল সর্বদল বৈঠকের পর৷তবে সাংবিধানিক বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন ১৪৪এর সম্ভাবনা কম,কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বিধিনিষেধের কথা সরকার ঘোষনা করতেই পারে,এবং সেক্ষেত্রে খাঁড়ার ঘা পড়তে পারে সংগঠিত ক্ষেত্রের উপর৷কারন লকডাউন বাড়লে গরিব মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখাই আরও বড় চ্যালেঞ্জ৷অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের জন্য আরও বড় অর্থনৈতিক প্যাকেজের কথা সরকার ঘোষনা করতে পারে৷সেটি সরাসরি তাদের একাউন্টে টাকা দেওয়া হতে পারে৷সেক্ষেত্রে সরাসরি সরকারি বিনিয়োগ বাড়বে অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য৷সরাসরি তাদের একাউন্টে টাকা দিয়ে লকডাউনকে হয়ত আরও কিছুটা দিন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার৷সবাই এখন অপেক্ষায় কিভাবে চ্যালেঞ্জ সামলায় মোদি৷
দুই প্রাক্তন রাষ্ট্রপতি,প্রাক্তন প্রধানমন্ত্রী ছাড়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন৷আগামী ৮এপ্রিল সর্বদল বৈঠক৷বোধহয় সেখানে তিনি সব দলকে করোনা পরিস্থিতির শেষ আপডেট নিয়ে আলোচনায় অংশ নেবেন,তেমনই হয়ত আরও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে পারেন৷অনেকেই বলছেন ১৪৪এর কথা সেটি সম্ভবত হবে না!কারন সেখানে অনেকটাই সমস্যা আছে৷তবে অর্থনৈতিক এমাজেন্সির কিছু সিদ্ধান্ত হয়ত সরকার এবার নেবে! কারন করোনায় যেভাবে মৃত্যুর মিছিল বাড়ছে সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে লকডাউনের সময়সীমা হয়ত আর একটু বাড়ার৷অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের পেট ভর্তি খাবার পৌঁছে দেওয়াই হয়ে উঠবে সরকারের আশু কর্তব্য৷হয়ত বাড়বে আরও সরকারি বিনিয়োগ৷কিন্তু সংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য কিছু বিধিনিষেধের কথা সরকার বলতে পারে৷কেন্দ্রীয় সরকার বারবার বলেছে ফেক নিউজ যেন প্রচারিত না হয়৷আমরা শুধুমাত্র কিছু সম্ভাবনার কথা বলছি,এটা মোটেই খবর নয়৷যতক্ষন পর্যন্ত প্রধানমন্ত্রী বা সরকারি স্তর থেকে কোনও ঘোষনা না করা হচ্ছে ততক্ষন সেটি নিউজ হিসেবে বিবেচিত হতে পারেনা৷
তবে যেভাবে ভারতে মৃত্যুমিছিল বাড়ছে,যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে,যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক চলছে,মনে হয় আরও বড় ঘোষনার সম্ভাব্য সম্ভাবনার দরজাটা তৈরি হচ্ছে৷চিত্রটা আরও পরিস্কার হবে ৮এপ্রিল সর্বদল বৈঠকের পর৷তবে সাংবিধানিক বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন ১৪৪এর সম্ভাবনা কম,কিছু ক্ষেত্রে অর্থনৈতিক বিধিনিষেধের কথা সরকার ঘোষনা করতেই পারে,এবং সেক্ষেত্রে খাঁড়ার ঘা পড়তে পারে সংগঠিত ক্ষেত্রের উপর৷কারন লকডাউন বাড়লে গরিব মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখাই আরও বড় চ্যালেঞ্জ৷অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের জন্য আরও বড় অর্থনৈতিক প্যাকেজের কথা সরকার ঘোষনা করতে পারে৷সেটি সরাসরি তাদের একাউন্টে টাকা দেওয়া হতে পারে৷সেক্ষেত্রে সরাসরি সরকারি বিনিয়োগ বাড়বে অসংগঠিত ক্ষেত্রের মানুষদের জন্য৷সরাসরি তাদের একাউন্টে টাকা দিয়ে লকডাউনকে হয়ত আরও কিছুটা দিন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার৷সবাই এখন অপেক্ষায় কিভাবে চ্যালেঞ্জ সামলায় মোদি৷

No comments