বাড়তে পারে লকডাউনের সময়সীমা? মোদীর কথায় জল্পনা তুঙ্গে দেশ জুড়ে
নজরবন্দি ব্যুরোঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। কিন্তু সামনে আরও লম্বা লড়াই। তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, জয় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তাহলে কি ১৪ এপ্রিলের পরেও দেশে লকডাউন চলবে? তা নিয়ে জল্পনা চলছেই এবার সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে।এ দিন প্রধানমন্ত্রী বার বার মনে করিয়ে দিয়েছেন, 'আমাদের সংকল্প একটাই, লক্ষ্য একটাই, তা হলো করোনার বিরুদ্ধে বিজয়ী হওয়া। এই লম্বা লড়াইয়ে থামলে চলবে না, ক্লান্ত হলে চলবে না।'
এ দিন দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের উদ্দেশে মোদী আরও বলেন, ''এ বছর এমন একটা সময়ে দলের প্রতিষ্ঠা দিবস পড়েছে, যখন শুধুমাত্র আমাদের দেশই নয়, গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মানবতার এই সঙ্কটের সময় একনিষ্ঠ ভাবে দেশের সেবা করে যেতে হবে।'' অপর দিকে রবিবারই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী, দুই প্রাক্তন রাষ্ট্রপতি, কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতাদের ফোন করেন প্রধানমন্ত্রী।ফলে করোনা নিয়ে লম্বা লড়াই বলতে প্রধানমন্ত্রী ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা হয়তো এ দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে।

No comments