বিশ্বকে চমকে কোরোফ্লু নামের ভ্যাকসিন আবিষ্কার ভারতীয় সংস্থার; ট্রায়াল আমেরিকায়। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ে আলাদা করে কোন কিছু বলার দরকার পড়েনা। গোটা বিশ্বই এখন করোনায় ত্রস্ত। সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা চীন ইতালি আমেরিকা স্পেন সহ তাবড় তাবড় দেশে। সেই আবহে সারা বিশ্বে বিজ্ঞানীরা নেমে পড়েছেন অ্যান্টিডোট তৈরীর কাজে। নাওয়া-খাওয়া ভুলে বিজ্ঞানীরা ব্যস্ত গবেষণাগারে। তবে সঠিক কোন অ্যান্টিডোট তৈরি না হয় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ।
শেষ পর্যন্ত আশার আলো দেখাল হায়দ্রাবাদের সংস্থা 'ভারত বায়োটিক'। ইতিমধ্যেই করোনার ওই ভ্যাকসিন প্রাণীদেহে ট্রায়ালের জন্য পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তিন থেকে ছয় মাস ট্রায়ালের পর এই ভ্যাকসিন মানবদেহের প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ভারত বায়োটিকের গবেষকরা। এই ভ্যাকসিন নাকের মাধ্যমে ড্রপ আকারে দেওয়া হবে৷ এ বছরের শেষে এই ভ্যাকসিন বাজারে আসবে বলে আশাবাদী গবেষকরা। কোরোফ্লু নামের এই ভ্যাকসিন ৩০ কোটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য এপর্যন্ত পৃথিবীজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৭৬ হাজার ৩০২ জন। মারা গিয়েছেন ৬৯ হাজার ৫২৭ জন। ভারতে আক্রান্ত ৪ হাজার ৬৭ জন, মারা গিয়েছেন ১০৯ জন।
শেষ পর্যন্ত আশার আলো দেখাল হায়দ্রাবাদের সংস্থা 'ভারত বায়োটিক'। ইতিমধ্যেই করোনার ওই ভ্যাকসিন প্রাণীদেহে ট্রায়ালের জন্য পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তিন থেকে ছয় মাস ট্রায়ালের পর এই ভ্যাকসিন মানবদেহের প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ভারত বায়োটিকের গবেষকরা। এই ভ্যাকসিন নাকের মাধ্যমে ড্রপ আকারে দেওয়া হবে৷ এ বছরের শেষে এই ভ্যাকসিন বাজারে আসবে বলে আশাবাদী গবেষকরা। কোরোফ্লু নামের এই ভ্যাকসিন ৩০ কোটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য এপর্যন্ত পৃথিবীজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৭৬ হাজার ৩০২ জন। মারা গিয়েছেন ৬৯ হাজার ৫২৭ জন। ভারতে আক্রান্ত ৪ হাজার ৬৭ জন, মারা গিয়েছেন ১০৯ জন।
@BharatBiotech , in collaboration with University of Wisconsin-Madison and FluGen, is proud to announce the development and testing of a vaccine for #Coronavirus, named #CoroFlu.https://t.co/cazS0K7fFS@the_hindu @uw_medicine #BharatBiotech #Covid19 #Pandamic #WARF #vaccine— BharatBiotech (@BharatBiotech) April 4, 2020
কোন মন্তব্য নেই