Header Ads

হোম কোয়রান্টিনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ চিন্তিত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও ইতিমধ্যে ওই ভাইরাস আতঙ্ক ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের মানচিত্রে।
কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টাকে আপাতত হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে। কিছুদিন আগে তিনি এক রোগীকে দেখেছিলেন। পরে ওই রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া যায়।
কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের মুখ্য উপদেষ্টার দায়িত্ব তিনি দীর্ঘ দিন সামলাচ্ছেন। এই শহরের নামী চিকিৎসকদের অন্যতম ওই স্বাস্থ্য উপদেষ্টা। চলতি মাসের ৪ তারিখ বৌবাজের এক বাসিন্দা নানান সমস্যা নিয়ে তাঁর কাছে এসেছিলেন। মূলত চেস্ট রিপোর্ট নিয়ে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ওই চিকিৎসকের কাছে যান তিনি। নির্দিষ্ট দূরত্ব রেখেই ওই চিকিৎসক সংশ্লিষ্ট রোগীর রিপোর্ট দেখেছিলেন। পরে জানা যায়, ওই রোগী কোভিড-১৯ পজিটিভ ভাইরাসে আক্রান্ত। তার পরেই স্বাস্থ্য দফতর ওই উপদেষ্টাকে গৃহ পর্যবেক্ষণে থাকতে পরামর্শ দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.