ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রে আরও কঠোর হল হোয়াটসঅ্যাপ
নজরবন্দি ব্যুরো: সারাদেশে চলছে লকডাউন। করোনার জেরে এখন ঘর-বন্দি ভারত-সহ পৃথিবীর শতাধিক দেশ। এই ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৭৪ হাজার ৭৬৮ জনের। আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা যা বিভ্রান্ত করছে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে। এবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে আগে যেখানে ৫ জনকে ম্যাসেজ পাঠানো যেত, এখন সেখানে একজনকে পাঠানো যাবে।
এর ফলে যতই হোক খানিকটা কমতে পারে মিথ্যে খবরের প্রসার। হোয়াট্স্যাপ কর্তৃপক্ষ আরও জানিয়েছে এর আগে যখন, গণহারে মেসেজ ফরোয়ার্ড রুখতে একক্ষেপে ৫ জনের বেশি মেসেজ ফরোয়ার্ড করা যাবে না- এই নিয়ম চালু করা হয়েছিল, তখন মেসেজ ছড়ানোর হার ২৫ শতাংশ কমেছিল। দেখা যাক এই নতুন কঠোরতর নিয়মের ফলে বিশ্বজুড়ে গুজব ও আতঙ্ক ছড়ানোর এই প্রবণতায় আর কতটা নিয়ণ্ত্রণ আনা যায়।হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা, সরকার এবং হু-এর সঙ্গে কাজ করছে।
এর ফলে যতই হোক খানিকটা কমতে পারে মিথ্যে খবরের প্রসার। হোয়াট্স্যাপ কর্তৃপক্ষ আরও জানিয়েছে এর আগে যখন, গণহারে মেসেজ ফরোয়ার্ড রুখতে একক্ষেপে ৫ জনের বেশি মেসেজ ফরোয়ার্ড করা যাবে না- এই নিয়ম চালু করা হয়েছিল, তখন মেসেজ ছড়ানোর হার ২৫ শতাংশ কমেছিল। দেখা যাক এই নতুন কঠোরতর নিয়মের ফলে বিশ্বজুড়ে গুজব ও আতঙ্ক ছড়ানোর এই প্রবণতায় আর কতটা নিয়ণ্ত্রণ আনা যায়।হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা, সরকার এবং হু-এর সঙ্গে কাজ করছে।

No comments