লকডাউনের সময়সীমা বাড়ানো হোক; অনুরোধ বিভিন্ন রাজ্যের
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে গোটা ভারতে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় ৩৫৪টি নতুন করোনা সংক্রমণের ঘটনা এবং ৫ নতুন মৃত্যুর খবর সামনে এসেছে, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বর্তমানে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪২১ জন, মৃত ১১৪ জন।
এইরকম পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। কেন্দ্রর কাছে এমনই আর্জি জানাল বিভিন্ন রাজ্য। দেশজুড়ে করোনা মোকাবিলা করতে এর থেকে আর ভাল পথ নেই বলেই মনে করছে একাধিক রাজ্য। সেই কারণেই এমন আর্জি করা হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। লকডাউন ওঠার ৪৮ বা ৭২ ঘণ্টা আগেই পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন প্রধানমন্ত্রী।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে অনেকেই জানিয়েছেন লকডাউন চললে করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটা সুবিধা মিলবে। যদিও বিভিন্ন করোনা স্পর্শকাতর জোনগুলিকে চিহ্নিত করে সেই জায়গায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে, এমনই ভাবনা চিন্তা চলছিল কেন্দ্রীয় স্তরে। কিন্তু রাজ্যগুলির আর্জির পর সেই ভাবনার বদল করতে পারে কেন্দ্রীয় সরকার।
এইরকম পরিস্থিতিতে লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। কেন্দ্রর কাছে এমনই আর্জি জানাল বিভিন্ন রাজ্য। দেশজুড়ে করোনা মোকাবিলা করতে এর থেকে আর ভাল পথ নেই বলেই মনে করছে একাধিক রাজ্য। সেই কারণেই এমন আর্জি করা হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। লকডাউন ওঠার ৪৮ বা ৭২ ঘণ্টা আগেই পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন প্রধানমন্ত্রী।

No comments