কিম জং উন প্রয়াত; জানাচ্ছে হংকং টিভি
নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এমনই বিস্ফোরক দাবি করেছে হংকং-এর এক টিভি চ্যানেল। যদিও এই চাঞ্চল্যকর দাবির স্বপক্ষে বা বিপক্ষে কোনও প্রতিক্রিয়া দেয়নি উত্তর কোরিয়া। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার শাসকের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে সম্প্রতি পিয়ংইয়ংয়ে চিকিৎসক প্রতিনিধি দল পাঠিয়েছে চিন।
খবর ছড়িয়ে পড়ে ২ সপ্তাহ আগে, অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই তাঁর শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, "প্রয়াত হয়েছেন কিম জং উন।" এমনকি উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও ওই টিভি চ্যানেলে দেখান হয়। যদিও এর সত্যতা এখনও যাচাই হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।
তবে ইতিমধ্যেই শাষন ভার নিয়েছেন কিমের বোন।
হং কং টিভিতে প্রকাশিত প্রয়াত কিমের ছবি।
খবর ছড়িয়ে পড়ে ২ সপ্তাহ আগে, অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই তাঁর শরীর ভালো যাচ্ছে না বলে খবর। এরমধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন।
এমন সময়েই হংকং টিভিতে সম্প্রচারিত, "প্রয়াত হয়েছেন কিম জং উন।" এমনকি উত্তর কোরিয়ার শাসকের মৃতদেহ শায়িত রয়েছে, এই ছবিও ওই টিভি চ্যানেলে দেখান হয়। যদিও এর সত্যতা এখনও যাচাই হয়নি। পরিস্থিতির উপর নজর রাখলেও কিমের প্রয়াণ নিয়ে কোনও মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।
তবে ইতিমধ্যেই শাষন ভার নিয়েছেন কিমের বোন।
হং কং টিভিতে প্রকাশিত প্রয়াত কিমের ছবি।

No comments