Header Ads

লকডাউনে নিয়ম শিথিলে কি খোলা থাকবে আর কি থাকবে না তা নিয়ে এল নতুন নির্দেশিকা

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের নিয়ম কিছুটা শিথিল করারা যে নির্দেশিকা দিয়েছিল কেন্দ্র তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কারণ কোন দোকান খুলবে ও কোন দোকান খুলবে না সে নিয়ে বিতর্ক দাঁনা বাঁধছিল। এবার আরও একটি নির্দেশিকা জারি করলো সরকার তাতে বলা হয়েছে পাড়ার ছোটখাটো সেলুন ও দোকান এই সময় খোলা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তব জানান, 'কোনও রেস্তোরাঁ খোলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়নি। তেমনই সেলুন খোলারও কোনও নির্দেশিকা দেয়নি কেন্দ্র। এগুলি সার্ভিস বা পরিষেবা কেন্দ্রীক দোকান।
এগুলিকে খোলার অনুমতি দেওয়া হয়নি। শুধু মাত্র যে সমস্ত দোকান কিছু জিনিস বিক্রি করেন, সেগুলিই খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, গ্রাম্য এলাকায় যে সমস্ত দোকান খাবার কেনাবেচা করে, সেগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোনও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়নি। আর শহুরে এলাকায় কন্টেইনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলিতে ছোট দোকান, এমনই একক দোকান, স্থানীয় দোকান ও আবাসনের ভিতরের দোকান খুলতে অনুমতি দেওয়া হয়েছে। তবে হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় কোনও দোকান খোলা থাকবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.