Header Ads

বারাসতে দুঃস্থদের ত্রাণের লক্ষাধিক টাকা তছরুপ, দুই তৃণমূল নেতাকে গণধোলাই বাসিন্দাদের

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের ফলে বাড়ির বাইরে বের হতে পারছেন না সিংহভাগ মানুষ। সবচেতে বেশী সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই মানুষ। আয় ইনকামের সব পথ বন্ধ থাকায় টান পড়েছে পেটে।সেই সুযোগে এলাকার দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার নাম করে স্থানীয় ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন বেশ কিছু তৃণমূল নেতা। কিন্তু দুঃস্থদের সাহায্য না করে উল্টে সেই টাকা তছরুপের অভিযোগ উঠল। সেই অভিযোগের কথা চাউর হতেই এলাকার বাসিন্দারা দুই তৃণমূল নেতাকে ধরে ব্যাপক মারধর করে। শনিবার দুপুরে চাঞ্চল্য কর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত-২ ব্লকের শাসন এলাকায়।
গণধোলাইয়ের জেরে গুরুতর আহত অবস্থায় উত্তেজিত বাসিন্দাদের হাত থেকে দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই এলাকার স্থানীয় ব্যবসায়ী, ইট ভাটার মালিকদের কাছ থেকে দুঃস্থদের খাদ্য সামগ্রী দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা তুলেছিল এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা। এদিকে সাধারণ মানুষ সেই খবর জানতে পারেন। কিন্তু কিছুদিন কেটে গেলেও বাড়িতে ত্রাণ না পৌঁছানোয় ক্ষোভ বাড়ে বাসিন্দাদের মধ্যে।
 এরপর শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে বাসিন্দাদের তুমুল বাদানুবাদ হয়। এরপরই দুপক্ষই বচসায় জড়িয়ে পড়ে এরপর ক্ষুব্ধ বাসিন্দারা দুই তৃণমূল নেতাকে ব্যাপক মারধর করে। পরিস্থিতি নিমেষে উত্তাল হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে অভিযুক্তদের গ্রেফতার করার করার কথা জালানে বাসিন্দারা আশ্বস্ত হন। পুলিশ মারমুখী জনতার হাত থেকে দুই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.