মহারাষ্ট্রে দুই সাধুকে পিটিয়ে মারার পর এবার সাধুকে ধরে মারধর পাঞ্জাবে
নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই মুম্বাইয়ে দুই সাধুকে বেধড়ক মারধর করে পিটিয়ে মারার নির্মম ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। কিডনি চোর সন্দেহে মহারাষ্ট্রের পালঘরের সন্ন্যাসীকে পিটিয়ে মারার সেই নির্মম ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় দেশের সিংভাগ নাগরিক। এবার পাঞ্জাবের হোশিয়ারপুরের একটি আশ্রমে ঘুমন্ত এক সাধুকে রাতের অন্ধকারে মারধর করে লুঠ চালাল একদল দুস্কৃতী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোশিয়ারপুরে অবস্থিত আশ্রমের একটি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সন্ন্যাসী স্বামী পুষ্পেন্দু স্বরূপ। পাঁচিল টপকে একদল দুস্কৃতী ঢুকে পড়ে আশ্রমের মধ্যে।
এরপর সাধুকে ব্যাপক মারধর করতে থাকে। সাধুর গায়ে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে আশ্রমের ফান্ডের ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। পরে সাধুর চিৎকার শুনে আশ্রমের আবাসিকরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন ওই সাধু। তৎক্ষনাৎ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। ঘটনার পর সাধুর সঙ্গে দেখা করে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

No comments