Header Ads

করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে রাজ্যে শুরু হবে প্লাজমা থেরাপি!

নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে। লকডাউনের মধ্যে যেভাবে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে চিন্তা বেড়েছে গোটা দেশের চিকিৎসকদের।

পথ দেখিয়ে ছিল কেরল। এবার সেই একি পথে হাঁটতে চাইছে বেশ কয়েকটি রাজ্য। এবার করোনা মোকাবিলায় কিছুটা আশার আলো দেখাচ্ছে প্লাজমা থেরাপি। কেরলের পরে করোনা আক্রান্তদের শরীরে প্লাজমা থেরাপি করে প্রাথমিকভাবে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে দিল্লি সরকার। এবার একই পথে হাঁটছে বাংলাও। আগামী সপ্তাহ থেকেই এই সংক্রান্ত পরীক্ষা শুরু হবে বলে স্বাস্থ্য-ভবন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরীক্ষা করবে CSIR-IICB।

কিন্তু এই প্লাজমা থেরাপির জন্য সাহায্যে হাত কে বাড়াবেন তা নিয়ে প্রশ্ন ছিল। জানা গিয়েছে, রাজ্যের প্রথম করোনা-মুক্ত হাবড়ার তরুণী মনামী বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের স্বাস্থদপ্তরের কর্তারা। ২৩ এপ্রিল ফোনে যোগাযোগ করা হয় মনামী বিশ্বাসের সঙ্গে। সেইদিন নিজের জন্মদিন পালন করছিলেন ওই তরুণী। বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক ডা. যোগীরাজই তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। ওই তরুণীই নিজের প্লাজমা দেবেন বলে চিকিৎসককে আশ্বস্ত করেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.