Header Ads

ঋদ্ধির বাড়িতে ডাকাতির চেষ্টা

নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে। কিন্তু তার পরেও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। আর এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন সবাই। কিন্তু কিছু সুযোগ সন্ধানী লোকতো আছে আমাদের সমাজে এই রকমি কিছু মানুষ ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহার শিলিগুড়ির বাড়িতে ডাকাতির চেষ্টা হয়। বাড়ির লোকজন সজাগ হয়ে যাওয়ায় ডাকাতরা কোনও দিন চুরি করার সুযোগ পায়নি।
কোনও ক্ষতি হওয়ার আগেই পরিবারের লোকজন সাবধান থাকার কারণে ডাকাতদল চম্পট দেয়। বৃহস্পতিবার মধ্যরাতে শক্তিগড়ে ঋদ্ধির বাড়ির তালা ভাঙার শব্দ পাওয়া যায়। তারপর প্রতিবেশীরা চিত্কাবর করলে দু্ষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় এনজেপি থানায় রাতেই খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে এখনও কেউ ধরা পড়েনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.