Header Ads

গ্রুপ ডি ওয়েটিং লিষ্টের প্রার্থীরা করোনার বিরুদ্ধে লড়তে চান,আর্তি চাকরিটা সুনিশ্চিত হোক৷

নজরবন্দি ব্যুরোঃ করোনার বিরুদ্ধে জীবনবাজি রেখে হার না মানা অদম্য লড়াই লড়ছেন কিছু অকুতোভয়ের ডাক্তার,স্বাস্থ্যকর্মী,নার্সরা৷তবে আমাদের রাজ্যে পরিকাঠামো এখনও যতেষ্ট শক্তিশালী কিনা সেই প্রশ্ন আছে৷পর্যাপ্ত ডাক্তার থেকে পর্যাপ্ত সাস্থ্যকর্মী সত্যিই সরকারের কাছে আছে কিনা এই প্রশ্ন অনেকেই তুলেছেন৷অনেকেই বলেন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলি হয়ত বড় হয়েছে পরিষরে,রঙে,কিংবা বিল্ডিংয়ের বহরে৷ কিন্তু আসল প্রশ্নটা বরারই উঠেছে রাজ্যের স্বাস্থ্যপরিষেবায় বাইরের চাকচিক্য যতই থাকুক,পরিকাঠামোটা বোধহয় অত দৃঢ় নয়৷যুদ্ধকালীন এই পরিস্থিতিতে আক্রান্ত বা সংক্রামিত রোগীর পাশে থেকে পরিষেবা দিতে, তথা সরকারের পাশে দাঁড়িয়ে কাজ করতে সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুতির কথা জানিয়েছেন কিছু অকুতোভয় মানুষ৷তাদের বক্তব্য বর্তমান সরকার যদি তাদের ওয়েট লিষ্টেড গ্রুপ-ডি কর্মপ্রার্থীদের স্বাস্থ্যদপ্তরে নিয়োগ করে,, সেক্ষেত্রে তারা করোনার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াইয়ের জন্য প্রস্তুত৷
স্বাস্থ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর কাছে তারা সবিনয় নিবেদন করে বলেছেন তাদের দাবি সরকার বিবেচনা করুক,বেঁচে যাবে ৬০০টি পরিবার, দারিদ্র্যতা থেকে মুক্তি পাবে৷ওয়েষ্ট বেঙ্গল গ্রুপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটের পক্ষ থেকে সুব্রত দেবপ্রধান কাতর আর্তিতে বলেছেন সরকার দৈনিক ভাতা দিয়ে ভলেন্টিয়ার নিয়োগ করছে, অথচ তারা যোগ্য হয়েও ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে আছেন৷ এই দুঃসময়ে তারা সরকারের পাশে দাঁড়াতে চান,সরকারকে সবরকম সাহায্য করতে প্রস্তুত শুধু তাদের চাকরিটা সুনিশ্চিত করুক রাজ্য সরকার৷
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.