বাড়ির পরিচারিকার মৃতদেহ সত্কারর করে দৃষ্টান্ত গড়লেন গৌতম গম্ভীর।
নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে লকডাউন চলছে।তাই লকডাউনের জন্য মৃতদেহ ওডিশায় পাঠানো কোনওমতেই সম্ভব হচ্ছিল না। শেষমেষ এগিয়ে এলেন গৌতম গম্ভীর নিজেই। পরিবারের একজন সদস্যের মতোই সব দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। লকডাউনে বাড়ির পরিচারিকার মৃতদেহ সত্কাসর করে দৃষ্টান্ত গড়লেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
গম্ভীরের বাড়ির পরিচারিকার নাম সরস্বতী পাত্র । উনি ওড়িশার বাসিন্দা । অনেকদিন ধরেই এই ভদ্রমহিলা সুগার ও প্রেশারের রোগি ছিলেন । কিছুদিন আগে ওনাকে অসুস্থতার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় । ২১ এপ্রিল চিকিত্সাল চলাকালীন তাঁর মৃত্যু হয় ।
গম্ভীরের বাড়ির পরিচারিকার নাম সরস্বতী পাত্র । উনি ওড়িশার বাসিন্দা । অনেকদিন ধরেই এই ভদ্রমহিলা সুগার ও প্রেশারের রোগি ছিলেন । কিছুদিন আগে ওনাকে অসুস্থতার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় । ২১ এপ্রিল চিকিত্সাল চলাকালীন তাঁর মৃত্যু হয় ।

No comments