Header Ads

সরকারি নির্দেশ মানুন, বাড়িই এখন ধর্মস্থান সেখানেই প্রার্থনা করুনঃ বার্তা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ তিনি সর্বদাই অন্যরকম, অন্য ধাতুতে গড়া। যত সমালোচনাই করুন বিরোধীরা তাতে তাঁর কিছুই যায় আসেনা! তাই লকডাউনে কোন কিছুকে অগ্রাহ্য করে ফের মানুষকে সচেতন করতে এদিন পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের কোন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে রাস্তায় রাস্তায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন এমন নজির নেই, ব্যাতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বাজারে গিয়ে লক্ষন রেখা আঁকছেন, কখনও রেশন দকানে চলে যাচ্ছেন আবার কখনও নিজেই হ্যাণ্ড মাইক নিয়ে প্রচার করছেন!
আজ তিনি যাদবপুর, বাইপাসের অভিষিক্তাতে সচেতনতা নিয়ে প্রচার করেন, সঙ্গী ছিলেন কমিশনার অনুজ শর্মা এবং মেয়র ফিরহাদ হাকিম। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে তিনি বার্তা দেন, "সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা ঘরে থাকুন। মাস্ক ব্যবহার করুন। কোনও সমস্যা হলে পুলিশকে বলুন। পুলিশ পাশে আছে। লকডাউন মানতেই হবে। করোনায় অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ ও প্রোটোকল মেনে চললেই রোগ থেকে ভাল হওয়া যায়।"
এরপরেই জনগনের উদ্দেশ্যে তিনি জানান, "এখন ঘরটাই আমাদের মন্দির-মসজিদ-গুরুদ্বার। ঘরে বসেই প্রাথর্না করুন।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.