Header Ads

করোনা সংক্রমণে মৃত্যু সন্দেহে বিক্ষোভ হাসপাতালের কর্মীদের

নজরবন্দি ব্যুরোঃ গত দু'দিনে হাওড়া শহরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তিনজনের। এই তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহাকুমার হাসপাতালে।যারা দেহ নিয়ে যাচ্ছিল তারা পড়েছিল পিপিই।আর ফলে হাসপাতাল কর্মীদের ধারণা জন্মায় মৃত ব্যক্তিরা করোনায় আক্রান্ত ছিলেন।শুধুমাত্র এই সন্দেহের কারণে হাসপাতাল জুড়ে বিক্ষোভ করেন কর্মীরা।শুক্রবার কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে উলুবেড়িয়া মহাকুমার হাসপাতাল।দীর্ঘক্ষণ পর পুলিশ ও প্রশাসনের হাতে আসে এই বিক্ষোভ।
কিন্তু মৃত ব্যক্তিদের মধ্যে কেউই করোনায় আক্রান্ত ছিলেন না।একজন ছিলেন ভবঘুরে আরও দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।হাওড়া জেলা হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে না সেই কারণে উলুবেড়িয়া মহাকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহ গুলি।আর দেহ বহনকারীরা প্রত্যেককে সুরক্ষার জন্য পড়েছিলেন পিপিই।হাসপাতাল কর্মীদের মধ্যে জন্মায় এই ভুল ধারণা।বিক্ষোভের কথা শুনেই ঘটনাস্থলে যান উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিও চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।তারা গিয়ে জানান যে তিনজনের মৃতদেহ আনা হয়েছে তারা কেউই করো না আক্রান্ত নন। লাশ বহনকারী রা সতর্কতার জন্য পিপিই পড়েছেন।এই কথা শোনার পরে শান্ত হন বিক্ষোভকারীরা এবং সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.