ফের গান 'চুরি'-র অভিযোগ,এবার বাংলার জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর বিরুদ্ধে
নজরবন্দি ব্যুরোঃ বলিউডে বাদশার পর এবার গান চুরির অভিযোগ বাংলার ইমন চক্রবর্তীর বিরুদ্ধে। কার গান চুরি করলেন ইমন?কি ভাবছেন কার গান চুরি করলেন ইমন।তিনি গায়িকা মৌসুমি ভৌমিক এর সেই বিখ্যাত গান 'আমি শুনেছি সেদিন ' গানটি চুরি করেছেন এমনই অভিযোগ।তবে মৌসুমি ভৌমিকের ছোট্ট একটি দাবী রেখেছেন একটু সৌজন্যেবোধ দেখাতে পারতেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন।সম্প্রতি 'বড় লোকের বিটিলো' গানটির একটি লাইন নেওয়ার মুখে পড়েছিলেন র্যাপ গায়ক বাদশাকে।'বড় লোকের বিটিলো' গানটির স্রষ্টা হলেন রতন কাহারের।তার ব্যাবহার করা হয়েছিল তাতে তার অনুমতি দেওয়া তো দূরের কথা স্বীকৃতি টুকুও দেওয়া হয়নি।এরপর বাদশার কে নিয়ে শুরু বিতর্ক।
শেষে রতন কাহারেকে সাহায্য করে পরিস্থিতি সামলান বাদশা।অন্যদিকে মৌসুমী ভৌমিক অনেকটাই অন্যরকমের তিনি এসব ব্যাপারে কখনোই ভাববেন না। তার গান বলেছে প্রতিবাদের কথা লড়াইয়ের কথা অন্যান্য গানের থেকে তার গান একটু অন্যরকমের। মৌসুমী ভৌমিক আগাগোড়াই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন।কিন্তু অবশেষে সেই গায়িকা সামনে আসতে বাধ্য হলেন। সেই গানের কভার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে এই গানটি।গায়িকা মৌসুমী ভৌমিক জানান আমি শুনেছি আমার বাড়িতে টিভি নেই কিন্তু আমার বন্ধুরা জানিয়েছেন ইমন চক্রবর্তীর সারাক্ষণ আমি শুনেছি সেদিন গানটি গাইছেন।আবার এই গানের শেষে রয়েছে ভিক্টোরিয়ার ছবি এবং সৌজন্যে কলকাতা পুলিশ। তবে আমার নাম কোথাও নেই।এছাড়া কেউ আমার গান নেওয়ার আগে আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।তবে এই প্রসঙ্গে গায়িকা ইমন কিছু বলেননি।
শেষে রতন কাহারেকে সাহায্য করে পরিস্থিতি সামলান বাদশা।অন্যদিকে মৌসুমী ভৌমিক অনেকটাই অন্যরকমের তিনি এসব ব্যাপারে কখনোই ভাববেন না। তার গান বলেছে প্রতিবাদের কথা লড়াইয়ের কথা অন্যান্য গানের থেকে তার গান একটু অন্যরকমের। মৌসুমী ভৌমিক আগাগোড়াই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন।কিন্তু অবশেষে সেই গায়িকা সামনে আসতে বাধ্য হলেন। সেই গানের কভার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী।একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে এই গানটি।গায়িকা মৌসুমী ভৌমিক জানান আমি শুনেছি আমার বাড়িতে টিভি নেই কিন্তু আমার বন্ধুরা জানিয়েছেন ইমন চক্রবর্তীর সারাক্ষণ আমি শুনেছি সেদিন গানটি গাইছেন।আবার এই গানের শেষে রয়েছে ভিক্টোরিয়ার ছবি এবং সৌজন্যে কলকাতা পুলিশ। তবে আমার নাম কোথাও নেই।এছাড়া কেউ আমার গান নেওয়ার আগে আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।তবে এই প্রসঙ্গে গায়িকা ইমন কিছু বলেননি।

No comments