Header Ads

শাহরুখ খানের অফিসে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার, দেখে নিন ভিডিও।

নজরবন্দি ব্যুরোঃ করোনার সংক্রমণ রুখতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তারকারা, তাঁদের মধ্যে রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ খান।শাহরুখ খান প্রধানমন্ত্রী ও ৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন।এই কঠিন সময়ে নিজের ৪ তলা অফিস কে কোয়ারেন্টাইন সেন্টার গড়ে তোলার জন্য বিএমসি-কে দিচ্ছেন।যেমন কথা দিয়েছেন তেমনই কাজ করলেন বলিউদের বাদশা।
শাহরুখের ৪তলা অফিসেই তৈরি হল বিএমসির একটি কোয়ারেন্টাইন সেন্টার।সেই সেন্টারে ২২ আসনের শয্যা তৈরি করা হয়েছে।শাহরুখের স্ত্রী গৌরি খান ইতিমধ্যে তাদের অফিসের কোয়ারেন্টির সেন্টারের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করেছেন।শুধু গৌরি নয় শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন এই পদক্ষেপের কথা জানিয়েছেন।
https://www.instagram.com/p/B_R-0Xln9zU/

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.