Header Ads

পিতৃহারা হলেন মিঠুন, বাবাকে শেষ দেখা কি দেখতে পারবেন?

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যেই শোকের ছায়া অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে। মঙ্গলবার সন্ধেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা বসন্তকুমার চক্রবর্তী।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। কিন্তু এই সময় মিঠুন বাড়িতে নেই। সূত্রের খবর অনুযায়ী, মুম্বইতে মৃত্যু হয়েছে তাঁর বাবার। আর মিঠুন এই মুহূর্তে রয়েছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে মিঠুনের ছেলে মিমো রয়েছেন মুম্বাইতে।
 একটি শুটিংয়ের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন তিনি। তার চার সন্তানের মধ্যে সবথেকে বড় মিঠুন চক্রবর্তী। একসময় ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন মিঠুনের বাবা বসন্ত কুমার। মা শান্তিময়ী ছিলেন গৃহবধূ। চার সন্তানের মধ্যে মিঠুন ছাড়া রয়েছেন অভিনেতা তিন বোন।

1 comment:

  1. My condolences, our dear Mithun! Be strong - we are always with you!

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.