Header Ads

খারাপ খবর; ব্যার্থ হল মানব দেহে করোনার প্রথম ভ্যাকসিনের র‍্যান্ডম প্রয়োগ।

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে দিনরাত এক করছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাবড় গবেষক।আশার আলো জাগিয়েছিল মার্কিন কোম্পানি গাইলেড সায়েন্স, তাঁদের তৈরি করা ওষুধ রেমডিসিভির কে কোভিড–১৯–এর প্রাথমিক প্রতিষেধক হিসেবে প্রয়োগ করা হয়েছিল।
সাত দিনে দ্বিগুণের বেশি আক্রান্ত রাজ্যে; অশনি সংকেত! #LatestNews
 কিন্তু করোনাভাইরাসের প্রথম প্রতিষেধক রেমডিসিভিরের মানুষের উপর র‌্যান্ডম পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত খসড়ায় এই খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে চীনের ২৩৭জন করোনা আক্রান্তের মধ্যে ১৫৭ জনকে ওই ওষুধ দেওয়া হয়েছিল এবং ৭৯জনকে কন্ট্রোল গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু শুরুতেই বিপত্তি দেখা দেয়; পার্শ্বপ্রতিক্রিয়া হয় তাঁদের শরীরে! ফলে বাকি ১৮জন রোগীর শরীরে তা প্রয়োগ করা হয়নি।
উল্লেখ্য যাদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে ১৩.৯ শতাংশ রোগিই মারা যান।
 গবেষকদের মতে রেমডিসিভির মানিয়ে নিতে পারছে না মানব দেহে; অন্যদিকে গাইলেড সায়েন্সের দাবি, যেসব রোগীর শরীরে প্রাথমিক পর্যায়ে কোভিড–১৯ ধরা পড়েছে, তাঁদের উপরই রেমডিসিভির কাজ করেছে। 

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.