Header Ads

রাজ্যে আক্রান্ত বেড়ে ৫১৪, শুধু হাওড়াতেই ১০৫; মৃত ৮! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস।  শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৩ হাজার ২৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮০ জন এবং মৃত্যু হয়েছে ৭২৫ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৭ হাজার ৪৩৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জন।
যে ১০৩ জন করোনা মুক্ত হয়েছেন তাঁদের অন্য কোন রোগ ছিলনা তো? #Editorial
যার মধ্যে সুস্থ হয়েছেন ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের অন্যদিকে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৬ জন।
অন্যদিকে রাজ্যের জেলাগুলির মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত হাওড়া। টাইমস গ্রুপের এই সময় সংবাদ পত্র কে দেওয়া এক সাক্ষাতকারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত ৮০০-র বেশি পরীক্ষা হয়েছে হাওড়ায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১০৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মারা গিয়েছেন আটজন। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ‘স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে বিশেষজ্ঞ ডাক্তারের একটি দল হাওড়ায় এসেছে। কী ভাবে এগোতে হবে, সে ব্যাপারে তাঁদের উপদেশ মতোই কাজ হচ্ছে।’ 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.