গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করতে পেরেছে ভারত; সুখবর দিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাস ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার নিয়েছে দেশজুড়ে। সবথেকে ভয় কখন গোষ্ঠী সংক্রমণের খবর সামনে আসে. শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৩ হাজার ২৩৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮০ জন এবং মৃত্যু হয়েছে ৭২৫ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৭ হাজার ৪৩৪ জন। কিন্তু এরই মাঝে সুখবর দিয়ে আশা জাগিয়ে রাখলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষ বর্ধন।
এদিন তিনি বলেন, "আমাদের দেশে যত পরিমাণ টেস্ট হচ্ছে তার ৪ শতাংশের রিপোর্ট পজিটিভ আসছে। তার থেকে বেশি নয়। আমাদের একটাই ভয় ছিল, আমরা যদি স্টেজ ৩ -তে চলে যাই। কিন্তু আমরা দেশকে সেই পরিস্থিতিতে যাওয়ার হাত থেকে বাঁচাতে পেরেছি।"
উল্লেখ্য কিছুদিন আগে ভারতের স্বাস্থ মন্ত্রক জানিয়েছিল আমাদের দেশ স্টেজ ২ থেকে স্টেজ ৩ এর মাঝামাঝি রয়েছে। অন্যদিকে আমাদের রাজ্যেও সংক্রমণ বাড়ছে হুহু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্ত ৫১৪, যার মধ্যে সুস্থ হয়েছেন ১০৩ এবং মারা গিয়েছেন ১৫। বাকিরা চিকিৎসাধীন।
উল্লেখ্য কিছুদিন আগে ভারতের স্বাস্থ মন্ত্রক জানিয়েছিল আমাদের দেশ স্টেজ ২ থেকে স্টেজ ৩ এর মাঝামাঝি রয়েছে। অন্যদিকে আমাদের রাজ্যেও সংক্রমণ বাড়ছে হুহু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্ত ৫১৪, যার মধ্যে সুস্থ হয়েছেন ১০৩ এবং মারা গিয়েছেন ১৫। বাকিরা চিকিৎসাধীন।
কোন মন্তব্য নেই