Header Ads

লকডাউন সফল; ইতিমধ্যে করোনা মুক্ত ৩০০ জেলা

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৭ হাজার ৪৪২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছে ৮৪৬ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৩৭২ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, কার্যত উজাড় হয়ে যাছে বলিউডের রাজ্য। গতকাল দেওয়া বুলেটিনে নতুন করে ৪৪০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

এইরকম পরিস্থিতিতে ৩ মে-র পর আর লকডাউন চলবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও জানায় নি মোদী সরকার। কিন্তু ৩ মে-র আগে করোনা পরিস্থিতি নিয়ে গোটা দেশ থেকেই যথেষ্ট ইতিবাচক ছবি উঠে আসছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এই পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের ৩০০ জেলা করোনা মুক্ত হয়েছে।
এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছে, ৩০০টি জেলা করোনা মুক্ত হওয়ার পাশাপাশি আরও ১৯৭টি জেলা নন হটস্পট জোনে পরিবর্তিত হয়েছে। ফলে সেই জেলাগুলিতেও দ্রুত পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, হটস্পট জেলাগুলিও দ্রুত নন হটস্পট হওয়ার দিকে এগোচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.