Header Ads

বিপর্যস্ত হাওড়া; ওষুধ দোকান বাদে সব বন্ধ অনির্দিষ্ট কালের জন্যে। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসের দাপটে সংকটজনক পরিস্থিতি হাওড়া জেলায়। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১০০, মারা গেছেন ৮ জন। কিন্তু তবুও সচেতন হচ্ছে না মানুষ, নানা অজুহাতে বাইরে বেরোন সহ দোকান গুলোতে জটলা অব্যহত।
এদিকে রবিবার দুপুরে হাওড়া পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রের দল মালিপাঁচঘড়া, গোলাবাড়ি থানা হয়ে সালকিয়া স্কুল রোড, বাঁধাঘাট, ফুলতলা ঘাট, শ্রীরাম ঢ্যাং রোড, সালকিয়া চৌরাস্তা, পিলখানা, অবনী দত্ত রোড ঘুরে দেখেন তাঁরা। এই অবস্থায় হাওড়া জেলাতে  ‘অপারেশন কোভিড জিরো’ শুরু করল জেলা পুলিশ।  সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়া, শিবপুর, গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া এই চার থানা এলাকাকে সম্পূর্ণ লকডাউনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়ার ডিসি (সদর) প্রিয়ব্রত রায়।
তিনি বলেন, এই চারটি থানা এলাকায় একমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। আর খাদ্যদ্রব্য-সহ প্রয়োজনীয় সমস্ত কিছুই বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যে সব ওষুধের ক্ষেত্রে প্রেসক্রিপশন লাগে কেবল সেগুলি কিনতেই দোকানে যাওয়া যাবে। এলাকায় হোম ডেলিভারির জন্যে স্থানীয় ক্লাব থেকে স্বেচ্ছাসেবক চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কাজিপাড়া, সালকিয়া, পিলখানা, টিকিয়াপাড়া প্রভৃতি এলাকায় রুটমার্চ করেছে পুলিশ।
পাশাপাশি সোমবার থেকেই আংশিক ভাবে খুলছে হাওড়া জেলা হাসপাতাল। সোমবার সকাল সাড়ে দশটা থেকে ২জন করে চিকিৎসক রোগী দেখবেন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.