Header Ads

লকডাউনের জেরে উচ্চমাধ্যমিকের খাতা দেখা শুরু হবে জুনের মাঝামাঝি

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির জেরে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। তিনটি পরীক্ষার আগেই রাজ্যের স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেই পরিস্থিতিতে রাজ্যে লকডাউনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকরা বাড়ি থাকাত সত্বেও উত্তরপত্র না পাঠানোয় মূল্যায়নও শুরু হয় নি। সূত্রের খবর ১০ জুনের পর শুরু হবে বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা। অন্যদিকে ১৫ জুন থেকে খাতা দেখা শুরু হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত ১২ মার্চ থেকে শুরু হয়েছিল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু শেষ ২১ তারিখ পর্যন্ত পরীক্ষা হওয়ার পরই করোনার শতর্কতা হিসাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য। ফলে নির্ধারিত ২৩, ২৫ ও ২৭ মার্চের পরীক্ষা স্থগিত রাখা হয়।
 এবার বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা ১০ জুনের পরই হবে। রাজ্যের শিক্ষা সংসদের পক্ষ থেকে উত্তরপত্র মূল্যায়নের জন্য চারটি আঞ্চলিক অফিসে ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে। ৪ মে থেকে ১৫ জুনের মধ্যে উত্তরপত্রগুলি আঞ্চলিক অফিসগুলি সংগ্রহ করবে। সেই খাতা পাওয়ার ৫ দিনের মধ্যে শিক্ষকদের মধ্যে বন্টন করতে হবে। তবে অফিসে আসার সময় সবধরনের সাবধানতা অবলম্বন করেই আসতে হবে শিক্ষকদের। ১৫ জুনের আগে উত্তরপত্র মূল্যায়ন সম্ভব নয় বলেই সূত্রের খবর। অন্যদিকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একাদশ শ্রেণীর সব পড়ুয়াদের দ্বাদশে উত্তীর্ণ করা হবে।
যেহেতু উচ্চমাধ্যমিকের ফলাফল প্রপকাশ জুলাইয়ের আগে সম্ভব নয় তাই কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগষ্টেই। আবার ইউজিসি জানিয়েছে শিক্ষাবর্ষ জুলাই মাসের পরিবর্তে সেপ্টেম্বরেই শুরু হবে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন উপ্তর কোন নির্দেশিকা না পাঠানোয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মেনেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে কাজ চলবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.