Header Ads

আতঙ্ক ছড়াল মালদায়; প্রথম করোনা আক্রান্তের হদিশ


নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২৭ হাজার ৪৪২ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ২১৪ জন, মৃত্যু হয়েছে ৮৪৬ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ২০ হাজার ৩৭২ জন। দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের, কার্যত উজাড় হয়ে যাছে বলিউডের রাজ্য। গতকালের দেওয়া বুলেটিনে নতুন করে ৪৪০ জন আক্রান্তের খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৮ জন, মৃত্যু হয়েছে ৩৪২ জনের এবং এই মুহূর্তে চিকিৎসাধীন ৬ হাজার ৬০৮ জন।
অপরদিকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬১, সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২ জন মৃত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ২০ এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৫ জন।

গোটা রাজ্য জুড়ে করোনা আতঙ্কের মধ্যে এই প্রথম মালদায় করোনা আক্রান্তের হদিশ মিলল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভিনরাজ্য থেকে আসা এক শ্রমিক। এলাকা সূত্রে জানা গিয়েছে, মানিকচক থানার চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নাড়িদিয়ারা গ্রামের বাসিন্দা এই বছর ৪৭-এর এই শ্রমিকের নমুনা পাঠানো হয়েছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে। রিপোর্টে পজিটিভ রেজাল্ট এসেছে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্য ভবন এখনও কিছু জানায়নি। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.