Header Ads

ভিনরাজ্যে আটকে পড়া পড়ুয়া ও বাসিন্দাদের ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভাইরাসের সংক্রমণ আটকাতে আগেই লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে আছে বাংলার ছাত্র-ছাত্রী, পরিযায়ী শ্রমিকরা। এবার তাঁদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ  সরকার।
সোমবার টুইট করে সেকথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "আমি যতদিন রাজ্যে আছি, বাংলার কেউ নিজেকে অসহায় মনে করবেন না। আপনাদের ফিরিয়ে আনতে চেষ্টায় কোনও খামতি রাখবে না রাজ্য সরকার।" ইতিমধ্যে রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্র-ছাত্রীদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি চিকিৎসা করতে গিয়ে চেন্নাই ও ভেলোরে আটকে থাকা বাংলার বাসিন্দা ও পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে কেন্দ্রকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আরজি জানিয়েছে নবান্ন।
পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে কোটায় এ রাজ্যের প্রায় আড়াই হাজার পডুয়া এখনও আটকে রয়েছে। তাঁদের ফিরিয়ে আনতে রাজস্থান সরকারের সঙ্গে কথা বলেছে রাজ্য। হিসেব করে দেখা যায়, সামাজিক দূরত্ব মেনে সমস্ত পড়ুয়াদের রাজ্যে ফেরাতে প্রায় ৩০০টি এসি বাসের দরকার। লম্বা রাস্তা পেরিয়ে বাংলায় ফিরতে বেশ কয়েকটি রাজ্য পার হতে হবে। সময় লাগবে প্রায় তিন দিন, তিন রাত। রাতে  রাজ্যগুলিতে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই রাজ্যগুলি এমন সংকট-কালীন পরিস্থিতিতে এত বিশাল আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। ফলে ওই পড়ুয়াদের একসঙ্গে না ফিরিয়ে খেপে-খেপে ফেরাতে চায় রাজ্য সরকার।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.