Header Ads

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ১০৫ জনের মৃত্যু! মোট আক্রান্ত ৮১৬। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস।এদিন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭২,  শুধু করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ এবং করোনা আক্রান্ত কিন্তু অন্য কারনে মৃত্যু হয়েছে ৭২ জনের। এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন।\
করোনায় মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেটে লেখা যাবেনা! অর্ডার ফাঁস করে শাস্তির মুখে সুপার।
রাজ্যে মোট আক্রান্তের ৮৮ শতাংশই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার। বাকি জেলাগুলির মোট আক্রান্ত ১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ টি স্যাম্পেল টেস্ট হয়ে এখন পর্যন্ত মোট স্যাম্পেল টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৬ হাজার ৫২৫টি। উল্লেখযোগ্য ভাবে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন হাজার বার তার বেশি স্যাম্পেল টেস্ট করছে রাজ্য; যা অতন্ত গুরুত্বপূর্ণ।
করোনা পজিটিভ রোগীর মধ্যে এখন পর্যন্ত রাজ্যে মৃত ১০৫ জন! যার মধ্যে শুধুমাত্র করোনার কারনেই মারা গিয়েছেন ৩৩ জন। বাকি ৭২ জনের ক্ষেত্রে করোনা ছাড়াও কিডনির অসুখ, মাল্টিঅর্গান ফেলিওর, লিউকোমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি ছিল।
\ রাজ্য সরকার গঠিত অডিট কমিটি নিয়ে কদিন আগে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো প্রতিনিধি দলও। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার তাঁদের যে ব্যাখ্যা দিয়েছিলেনকরোনা আক্রান্ত কোনও রোগী পথ দুর্ঘটনায় মারা গেলে কি বলা যায় কোভিডই তাঁর মৃত্যুর কারণ। প্রশ্ন উঠছে, ৭২ জনই কি পথ দূর্ঘটনায় মারা গেছেন? কেন্দ্রিয় দলও প্রশ্ন তুলেছিল, পথ দুর্ঘটনায় মারা যাওয়া আর হাসপাতালে রোগে ভুগে মারা যাওয়া কি এক? রাজ্যের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত
৫৭২ জন চিকিৎসাধীন।
১৩৯ জন সুস্থ
৩৩ জন সরাসরি করোনা ভাইরাসের কারনে মৃত
৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মৃত্যুর কারন অন্য।
 অর্থাৎ সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত ৮১৬ জন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.