করোনা জেরে এবার ১২৪ তম প্রতিষ্ঠা দিবস থেকে বিরতি নিচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন।
নজরবন্দি ব্যুরো: বর্তমানে করোনা ভাইরাসের জেরে পরিস্থিতি খুবই জটিল।লকডাউন চলছে রাজ্যজুড়ে, দেশজুড়ে। ১লা মে রামকৃষ্ণ মিশনের ১২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন থেকে বিরত থাকছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এমনকি বলরাম মন্দিরেও কোন অনুষ্ঠান হবে না।১৮৯৭ সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরেই তিনি দুটি মঠের প্রতিষ্ঠা করেন। একটি আলমোড়ার নিকট হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম ও দ্বিতীয়টি কলকাতার সন্নিকটে বেলুড়ের রামকৃষ্ণ মিশন। এই মঠগুলি স্থাপনের প্রথম উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশন যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কাজকর্মে উপযুক্ত করে তোলা।১৮৯৭ সালে দুর্ভিক্ষের সময় জনসেবার মাধ্যমে এই মিশনের কাজের সূচনা হয়।
বিশ্বধর্ম মহাসভায় ভাষণদানের আগে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চলে পর্যটন করেছিলেন। এই সময় তিনি তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়ান-ই-খাস, রাজপুতানার প্রাসাদ, এবং মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্যান্য অঞ্চলের প্রাচীন মন্দির গুলি দর্শন করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভ্রমণ কালে সেই অঞ্চলের আধুনিক মধ্যযুগীয় গথিক ও রেনেসাঁ স্থাপত্যের বৈশিষ্ট্যগুলির সম্পর্কে অবগত হন। বলা হয়েছে স্বামীজি এই সকল স্থাপত্যের সংমিশ্রণেই বেলুড় মঠের স্থাপত্যের পূর্ব পরিকল্পনা রচনা করেছিলেন। স্বামীজীর পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও ঠাকুর রাম কৃষ্ণের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ নাকি মন্দিরের নক্সা প্রস্তুত করেছিলেন। বিজ্ঞানানন্দ পূর্বে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। মার্টিন বার্ন এন্ড কোম্পানি এই বেলুড় মঠ নির্মাণ করেন। এই বেলুড় মঠ মন্দির, মসজিদ, ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত।
ঠাকুরের ভাবনার বিশ্বাস অনুসারে বিশ্বধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীকত্ব থেকে মন্দিরের স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে। বেলুড় মঠের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরে জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। ভেতরের মেঝেটি আবার খ্রিষ্টান ক্রসের আকারে নির্মিত।
Loading...
কোন মন্তব্য নেই