Header Ads

ফুটবলের আকাশে নক্ষত্র পতন; প্রয়াত কিংবদন্তী চুনী গোস্বামী

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ফুটবলের আকাশে ফের এক নক্ষত্র পতন। মারা গেলেন এক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।
বৃহস্পতিবার বিকেল পাঁচটায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ফুটবলার।
শেষ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন ভারতীয় ফুটবলের এই নক্ষত্র। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন চুনী গোস্বামী। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগৎ সহ সর্বস্তরে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।
১৯৬২ সালে চুনী গোস্বামীর অধিনায়কত্বেই এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। স্ট্রাইকার হিসেবে ৫০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচও খেলেছেন। ঘরোয়া লিগে মোহনবাগানের হয়ে সবচেয়ে সফল তিনি। ১৯৬৩ সালে অর্জুন পুরস্কার, ১৯৮৩ সালে পদ্মশ্রী এবং ২০০৫ সালে মোহনবাগান রত্ন পুরস্কারে সম্মানিত হন চুনী গোস্বামী।

আজ সকালে তামাম ভারতবাসীর চোখ খুলেছিল এক দুঃসংবাদকে সঙ্গে নিয়ে। বিনোদনের জগৎ হারিয়েছিল ঋষি কাপুরকে। সেই শোকের রেশ কাটার আগেই ফের একবার সুর কাটল। প্রয়াত হলেন ভারতীয় ক্রীড়াজগতের চিরকালীন সুপারস্টার চুনী গোস্বামী। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.