বন্ধুদের বাড়ি লুডো খেলতে গিয়ে ৩১ জনের মধ্যে ছড়ালেন করোনা!
নজরবন্দি ব্যুরোঃ একদিকে দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ে চলছে লকডাউন অন্য দিকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়াচ্ছে করোনা ভাইরাস। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা, ২১ হাজার ৩৯৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪২৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৮৬ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ১৬ হাজার ৩১৯ জন।
আর এই লকডাউনের মধ্যেই সময় কাটাতে বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে লুডো খেলতে গিয়েছিলেন এক মহিলা। আর তারপর দেখা যাচ্ছে যার যার বাড়ি ঐ লুডো খেলতে গিয়েছিলেন মহিলা তেমন ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়। কী ভয়ানকভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে সে কথাও বলা হয়। ঘটনাটি ঘটেছে তেলঙ্গনানায়।

No comments