করোনার জেরে জনগণের মনোবল বাড়াতে, গান ধরলেন বলিউড সেলিব্রিটিরা
নজরবন্দি ব্যুরোঃ করেনার জন্য ক্রমশ জটিল হয়ে পড়েছে দেশের পরিস্থিতিদ্রুত বেড়ে চলেছে মৃতের সংখ্যা।ভারতে মৃত সংখ্যা প্রায় ১১৭। আক্রান্ত ৪ হাজার ২৮১। এরকম পরিস্থিতিতে দফায় দফায় চলছে মিটিং এরই মধ্যে দেশবাসীর মনোবল বাড়াতে নতুন গান মুক্তি পেল মুস্কুরায়েগা ইন্ডিয়া। মিউজিক ভিডিওতে দেখা গেল অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, টাইগার শ্রফ, ভূমি পেডনেকার, তাপসী পান্নু সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি ভাগনানির, কৃতি স্যানন, রাজকুমার রাও, কিয়ারা আডবানী, আনন্য পান্ডে, রাকুল প্রীত সিং,শিখার ধাওয়াবনের মত তারকাদের।এই গান তৈরির উদ্যোগ নিয়েছিল জাস্ট মিউজিক।
গানের ভিডিওতে দেখা যাচ্ছে একাধিক তারকা কে। গেছেন কৌশিক কিশোর সুর দিয়েছেন বিশাল মিশ্র। গানটি মুক্তি পেয়েছেন জাস্ট মিউজিক ইউটিউব চ্যানেলে। বলিউডের একাধিক তারকা লিপ দিয়েছে এই গানে।গানের শুরুতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গানটি মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অক্ষয় কুমার। মুক্তি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় এই মিউজিক ভিডিওটি।

No comments