বিশেষ পদ্ধতি অবলম্বন করে আক্রান্তদের নজরবন্দি করছে তামিলনাড়ু।
নজরবন্দি ব্যুরো: বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা দেশে। কোন রাজ্য ব্যাতিক্রম নয়, নিজামুদ্দিন জমায়াতের পরে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে প্রতিটা রাজ্যে। তামিলনাড়ু বিশেষ পদ্ধতি অবলম্বন করে রাজ্যে আক্রান্তদের নজরবন্দি করতে চাইছেন। প্রথম ধাপ: প্রতিটা বাড়িতে গিয়ে সমীক্ষা হবে। চেন্নাই কর্পোরেশনের ১৬ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে এই কাজে। তাদের লক্ষ্য 90 দিনে প্রায় ১০ লক্ষ বাড়িতে সমীক্ষা হবে। প্রতিটা বাড়িতে যাবেন স্বাস্থ্যকর্মীরা জ্বর সর্দি কাশি হয়েছে এমন মানুষদের খুঁজে বের করে সমীক্ষা করা হবে বলে জানিয়েছেন। দ্বিতীয় ধাপ: চেন্নাই কর্পোরেশন শহরকে ভাগ করবে বিভিন্ন ক্লাস্টারে।
১৩,১০০ টি ভাগে ভাগ করা হয়েছে চেন্নাই শহরকে। একেকটি ক্লাস্টারের ভাগে ৭৫ থেকে ১০০ টি বাড়ি রাখা হয়েছে। এই রাজ্যের মন্ত্রী এসপি ভেলুমনি জানিয়েছেন প্রতিদিন কাজ হবে। তৃতীয় ধাপ: চিকিৎসা পদ্ধতি।সমীক্ষায় ধরা পড়া ব্যক্তিদের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করা হবে যদি পজিটিভ এর মাত্রা বেশি হয় তাহলে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হবে। এবং প্রতিটা রোগীর চিকিৎসা এবং রিপোর্টের পর্যবেক্ষণ ডেটাবেসে তোলা হবে। চতুর্থ ধাপ: স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ ট্রেনিং। যে 16 হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হয়েছে এই সমীক্ষার কাজে তাদের প্রত্যেককে আলাদা করে ট্রেনিং দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের সেফটি হিসেবে বিশেষ কিটস্ও দেওয়া হবে,এবং সঙ্গে মাস্ক ও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। দেশে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু ৪৮৫ জন ধরা পড়েছে এবং ৪৭৪ জন চিকিৎসার অধীনে। এবং আটজন সুস্থ হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।

No comments